ভুল নেই তার, যিনি শতভাগ নিষ্কর্মা। অর্থাৎ কোনো কাজ না করলে ভুলও হবে না। আর কাজ করতে গেলে ভুল হবেই। তাই ভুলের ঝুঁকিটুকুসহই কাজের উদ্যোগ নিতে হয়। ভুলকে ভয় পেয়ে বসে থাকলে পৃথিবী এগোবে না। আবার কেবলই ভুল করতে থাকলেও পৃথিবী এগোবে না। এখানে সব চয়ে বড় বিষয়টি হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়া। আবার সেটিও বিবেচনা করা একই ধরনের ভুল বারবার হচ্ছে কিনা।
আমাদের দেশের পুঁজিবাজারে অনেক ধরনের ভুল হয়। সিদ্ধান্ত নেওয়ায় ভুল, সঠিক সময়ে সঠিক পদেক্ষপ গ্রহণ না করার ক্ষেত্রে ভুল। বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচায়, কোম্পানি বাছাই করার ক্ষেত্রে ভুল, সংশ্লিষ্টদের বাজার পরিচালনার ক্ষেত্রে ভুল এভাবে তালিকা করতে গেলে অনেক লম্বা একটি ফিরিস্তি হবে। আসল কথা যেটি সেটি হচ্ছে ভুল-শুদ্ধ মিলিয়েই পুঁজিবাজার। তবে ভুল থেকে শিক্ষা না নিলে কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। এই বিষয়টিই হচ্ছে আমাদের পুঁজিবাজারে একটি বড় সংকট। এখানে বারবার এক ধরনের ভুল হয়। এক ধরনের প্রতারণা, ফাঁদ, কারসাজি, অনিয়ম হলেও সেসবের সঠিক প্রতিকার হচ্ছে না। যে কারণে আমরা বলতে চাই ভুল থেকে শিক্ষা নেওয়া হোক এবং তার আলোকে পুঁজিবার পরিচালিত হোক।