Stock Market Journal

পুঁজিবাজারে ভুল তথ্যের ছড়াছড়ি বন্ধ করতে হবে

দেশের পুঁজিবাজারে তথ্য ভুলের ছড়াছড়ি বন্ধ করতে হবে। প্রাইস সেনসেটিভ ইনফরমেশন অনেক ক্ষেত্রে ভূয়া। এসব তথ্য প্রকাশের পর দেখা যায় শেয়ারের দাম অনেক বেড়ে গেছে। এরপর দেখা গেলো আর্থিক প্রতিবেদনের তথ্য সঠিক না। এ বিষয়ে জরুরি পদক্ষেপ প্রয়োজন।  আমাদের দেশে অনেক বড় বড় কথা বরা হয়। কিন্তু কাজ হয় না তেমন। এসব বিষয় অনেক পূরনো হলেও সমাধান করার উদ্যোগ নেওয়া হয়নি। কারা এর সঙ্গে জড়িত, এটি খুঁজে বের করা কঠিন হওয়ার কথা নয়। তারপর এ বিষয়ে কার্যকর সামাধান দেখা যাচ্ছে না।

মূলত স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে। পুঁজিবাজার পরিচালনায় যারা যুক্ত তারা কেউ এই দায় এড়াতে পারেন না। সবার নিজ নিজ দায়িত্ব পালনে দায়বদ্ধা থাকতে হবে। যদি একটি উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠা করতে  হয় তাহলে এর বিকল্প নেই। এ ক্ষেত্রে দেশে অনেক মানুষ রয়েছেন, যারা যোগ্য ও আন্তরিক তাদেরকে যুক্ত করার বিষয়ে ভাবতে হবে।

আইসিবিকে টাকা দিলে শেয়ারবাজারের স্বার্থে ব্যাবহার করা হবে এটি ঠিক। কথা হচ্ছে এ ক্ষেত্রে দায়িত্ব প্রাপ্তরা কতটা যোগ্যতা ও সততার সঙ্গে কাজ করবেন তার ওপর নির্ভর করে সাফ্য ব্যার্থতা। আইসিবি ছাড়াও আরও যেসব প্রতিষ্ঠা রয়েছে, যারা পুঁজিবাজারে কোনো না কোনোভাবে যুক্ত সবাইকেই জবাবদিহির মধ্যে আনতে হবে। আমাদের এখানে আইন বেশি হয়, তবে এর প্রয়োগ কম হয়। পুঁজিবাজারে কোনো সুশাসন নেই বলেই অনেক কিছু সম্ভব হয় না।