পুঁজিবাজারের বিনিয়োগকে বিনিয়োগ হিসেবেই দেখতে হবে। বিনিয়োগ মানে এখানে লাভ-লোকসান থাকবে। প্রতিদিনই মুনাফার আশা করা নয়। আমরা যখন ব্যাংকে বা অন্য কোথাও অর্থ বিনিয়োগ করি, তখন কিন্তু প্রতিদিন লাভের আশা করি না। আবার প্রতিদিন সেই বিনিয়োগের খোঁজখবরও নিই না। কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে অনেককেই দেখা যায়, শেয়ার কেনার পরদিন থেকেই খোঁজখবর নিতে থাকেন কত টাকা লাভ হলো। এটি কখনো বিনিয়োগের সঠিক উদ্দেশ্য হতে পারে না। তাই পুঁজিবাজারে বিনিয়োগের আগে প্রত্যেক বিনিয়োগকারীর উচিত বিনিয়োগের একটা লক্ষ্য নির্ধারণ করা। যেখানে থাকবে তিনি কত বছরের জন্য বিনিয়োগ করছেন। সেই বিনিয়োগের বিপরীতে কত মুনাফা চান, কত দিনে চান, এসব হিসাবও বিনিয়োগের আগে করে নেওয়া ভালো। তাতে বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এসব ভাবনা খুবই জরুরি। এতে নিজের লোভ ও অস্থিরতাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। সময় ও পুঁজিকে সঠিক পদ্ধতিতে কাজে লাগানোটা পুঁজিবাজারে অপরিহার্য বিষয়। আবার বছরের পর বছর লোকসান দিয়েও এখানে টিকে থাকা যাবে না। বিষয়টি সম্পর্কে সঠিক জ্ঞান এবং উন্নত পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া উচিত।