Stock Market Journal

পুঁজিবাজারে বিনিয়োগ-নিরাপত্তা নিশ্চিত করতে হবে

একটি সমাজে শুভবুদ্ধির মানুষের পাশাপাশি কতিপয় অসৎ মানুষও থাকে। এই অসৎ মানুষের কাজ হচ্ছে সমাজারে প্রকৃত বিকাশকে রুদ্ধ করা। একই সঙ্গে আত্মস্বার্থে অন্যের ক্ষতি করা। এ ধরনের মানুষ সমাজে সবসময়ই ছিল। আবার এসবের বিরুদ্ধে শুভবুদ্ধির মানুষ প্রতিরোধও গড়ে তুলেছে। এতে সাময়িক সংকট সৃষ্টি হলেওই শেষ পর্যন্ত শুভবুদ্ধির জয় হয়। এটিই ইতিহাসের শিক্ষা। এখন কথা হচ্ছে সেই শিক্ষাটাকে জাতি হিসেবে আমরা কতটা কাজে লাগাতে পেরেছি? নাকি কিছুই পারিনি? কিছুই পারিনি এমনটি বলবো না। অনেক ক্ষেত্রে আমাদের অর্জন আছে। এদেশের মানুষ বন্যা খরা দুর্যোগের সঙ্গে লড়াই করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। কতিপয় দুর্বত্তের কারণে অনেক সময় অর্জনগুলো ম্লান হয়ে পড়ে। এমন পরিস্থিতি প্রায়ই দেখা যায় দেশের পুঁজিবাজারেও।

পুঁজিবাজারকে একটি নিরাপদ বিনিয়োগ ক্ষেত্র হিসেবে এখনও গড়ে তোলা যায়নি। এখানে প্রতারক চক্র এখনও নির্মূল হয়নি। সম্প্রতি সংবাদমাধ্যমে খবর হয়- একটি বোকারেজ হাউস বিনিয়োগকারীদের টাকা নিয়ে ’নয়-ছয়’ করেছে। এতে হাজার হাজার বিনিয়োগকারী হতাশায় ভুগছেন। তাদের বিনিয়োগ নিরাপত্তা হুমকিতে পড়েছে। এমনটি কেনো হলো? এর দায় কিছুতে এড়াতে পারেন না সংশ্লিষ্টরা। আমরা বলবো, বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এটি এখন সময়ের দাবি।