Stock Market Journal

পুঁজিবাজারে বিনিয়োগকারীরা বৈষম্যের শিকার হওয়া কাম্য নয়

পুঁজিবাজার সবার। এখানে সকলের জন্য সমান সুযোগ থাকাই কাম্য। কারো বৈষম্যের শিকার হওয়া কাম্য নয়। কারণ ধনীকে আরও ধনী করাই পুঁজিবাজারের উদ্দেশ্য হতে পারে না। দুইশ কোটি টাকার বিনিয়োগ নিয়ে যে উদ্দেশে একটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, একজন ক্ষুদ্র বিনিয়োগকারীর বিশ হাজার টাকার বিনিয়োগও একই উদ্দেশ্যে হয়। এখানে উভয় পক্ষই মুনাফার জন্য আসে। তাই কেউ যদি বৈষম্যের শিকার হয় সেটি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এর প্রতিকার করতে হবে। এই কাজটি করার জন্য সরকারের নির্ধারিত সংস্থা রয়েছে।

আমাদের দেশের পুঁজিবাজারে দেখা যায় অনেক সময় অনিয়ম করে রাঘব বোয়াল বা কোম্পানির পরিচালকরা ফুলে ফেপে উঠেন আর নিঃস্ব হন সাধারণ বিনিয়োগকারীরা। এটি মোটেও উচিত নয়। বিশেষ করে অনিয়ম করে যারা বিনিয়োগকারীদের ঠকাচ্ছেন, তারা যত ধনীই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা বলছি না সবকিছু কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্যই করা হোক। আমরা বলছি দেশের পুঁজিবাজার ধনী-গরিব নির্বিশেষে সকলে জন্য হোক। এখানে সবাই সমান সুযোগ পাক।