নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ধারাবাকিতায় ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের ব্যবহার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ৫৯ ব্যাংকের প্রধান নির্বাহীদের চিঠি দিয়েছে সংস্থাটি। ব্যাংকগুলোকে এ সংক্রান্ত তথ্য চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যেই বিএসইসিকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল ১২ অক্টোবর (সোমবার) থেকে ব্যাংকগুলোতে চিঠি বিতরণ কর্যক্রম সম্পন্ন হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারির মধ্যে দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন এবং তারল্য পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজারের তারল্য সংকট নিরসনে প্রতিটি ব্যাংককে বিশেষ তহবিলের মাধ্যমে ২০০ কোটি টাকার বিনিয়োগের সুযোগ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর বিশেষ তহবিল গঠন এবং তা বিনিয়োগের বিস্তারিত তথ্য জানাতে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, পুঁজিবাজারে তারল্য সংকট ও আস্থাহীনতা কাটিয়ে ওঠার লক্ষ্যে ২০১৯ সালের ডিসেম্বরে তালিকাভুক্ত ব্যাংকগুলোর কয়েকটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের দাবি জানায়। পরবর্তীতে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মতামত চায় অর্থ মন্ত্রণালয়। মতামতে ইতিবাচক সাড়া পেয়ে অর্থ মন্ত্রণালয় পুঁজিবাজারে তারল্য সরবরাহ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয়। এরপর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশে বিশেষ তহবিল গঠন এবং বিনিয়োগের নীতিমালা বিষয়ে নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো আগামী ২০২৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত রেপোর মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবে। সূত্র: বিএসইসি
এসএমজে/২৪/মি