Stock Market Journal

পুঁজিবাজারে ঝুঁকি আছে, মুনাফাও আছে

ব্যাংকে টাকা জমিয়ে যে লাভ পাওয়া যায়, তার চেয়ে বেশি লাভ করা সম্ভব পুঁজিবাজারে। তবে এ ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে। বিষয়টি নির্ভর করছে বাজারের পরিস্থিতি ও বিনিয়োগকারীর বিচক্ষণতার ওপর। বলা প্রয়োজন, একজন বিনিয়োগকারী পুঁজিবাজার সম্পর্কে সবকিছু জেনেশুনে বিনিয়োগ করতে পারবেন না। তবে কিছু বিষয় জেনে বিনিয়োগে আসাটাই সঠিক কাজ। কারণ এমন কিছু বিষয় আছে যা কেবল অভিজ্ঞতার মধ্য দিয়ে পাওয়া যায়। অর্থাৎ বিনিয়োগ করলে বাজারের পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে তার ওই অভিজ্ঞতা আসবে। এ কারণে সব অভিজ্ঞতা বাজারে না এসে অর্জন করা সম্ভব নয়।

যখন একজন বিনিয়োগকারী অভিজ্ঞ এবং চৌকস হন, তখন তার মুনাফা করার সুযোগ বেড়ে যায়। একই সঙ্গে বিনিয়োগকারী যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে বাজারের পরিস্থিতি এবং যে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন, সেটি ভালোভাবে বুঝতে হবে। এই কাজটি আপনা-আপনি হবে না। এর জন্য পড়াশোনা এবং অন্যান্য উপায়ে জ্ঞান অজর্ন করতে হবে। এটিই নির্ধরেণ করে দেবে একজন বিনিয়োগকারী কতটা সাফল্য পাবেন।