এক টাকায় শেয়ার কিনে দুই টাকায় বিক্রি- পুঁজিবাজার এমন সরল ক্ষেত্র নয়। এখানে কখনো কখনো দুই টাকায় কিনে এক টাকায়ও বিক্রি করতে হয়। আবার এর বিপরীতও হয়। এ কারণে বলা হয়ে থাকে পুঁজিবাজারে বিনিয়োগ করতে গেলে ঝুঁকির বিষয়টি মাথা রাখত হবে। তবে যে বিষয়টি এখানে পরিস্কার থাকা দরকার, সেটি হচ্ছে ঝুঁকি থাকলেও পুঁজিবাজারে অন্য ব্যবসার তুলনা বড় মুনাফার সুযোগ রয়েছে।
সোজাসাপটা কথা, পুঁজিবাজারে ঝুঁকি থাকলেও অধিক মুফার সুযোগও আছে। এখন দেখতে যিনি বিনিয়োগ করছেন, তার বিচারবুদ্ধি কেমন, কোন ধরনের বিশ্লেষণ করে বিনিয়োগ করেছেন। যেনতেনভাবে বিনিয়োগ করে পুঁজিবাজার থেকে মুনাফা পাওয়ার সুযোগ কম। দুয়েকবার ঝড়েবগে ঘটনা ঘটলেও এটি সঠিক উপায় নয়। সঠিক উপায় হচ্ছে- আস্তে আস্তে পুঁজিবাজারের গভীরে ডুব দেওয়া। এর কলকব্জা ভালো করে বুঝে নিজেকে সক্ষম করে তোলা। তা হলে আপনা থেকেই ঝুঁকি কমে আসবে। শুধু উত্থান নয়, পতনের বাজারেও মুনাফা আসতে পারে। তখন বিনিয়োগের ক্ষেত্রে জুয়াড়ি বা অন্যকোনো কারো কান কথা শোনার দরকার হবে না, নিজের বুদ্ধিমত্তাই যথেষ্ট।