Stock Market Journal

পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগ নিয়ে মতদ্বৈততার কী হবে

অপ্রদর্শিত অর্থ বৈধ করার পক্ষে বা বিপক্ষে উভয় ধরনের মতামত থাকার কথা জানিয়ে এমন সুযোগ আবারও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া যদি লাভজনক হয়, তাহলে অব্যাহত রাখার জন্য আলোচনা করা হবে।

মুস্তফা কামাল বলেন, অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগের কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা বা বৈধ করার বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী। আগামী ২০২১-২২ অর্থবছরের অর্থবিলেও এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এর আগে গত ১৯ মে এক বৈঠকে শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, “ওটা কালো টাকা নয়, অপ্রদর্শিত টাকা। যতদিন প্রদর্শিত না হবে, ততদিন কন্টিনিউ করবে। আমাদের সিস্টেমের কারণে অনেক সময় অপ্রদর্শিত টাকা সিস্টেমে চলে আসে।

কালোটাকার উৎস বন্ধ এবং এর বিরুদ্ধে কেমন অবস্থান নেওয়া হবে এর নীতিগত সিদ্ধান্ত নিতে হরে করকারকেই। তবে যাই এ নিয়ে মতদ্বৈততার অবসান দরকার। আর পুঁজিবাজারের ক্ষেত্রে কালো টাকা কতটা কাজে আসছে সেটিও মূল্যায়ন প্রয়োজন।