Stock Market Journal

পুঁজিবাজারে কতটা দায়িত্ব পালন করছে মার্চেন্ট বাংকগুলো?

সম্প্রতি দেখা গেছে, মার্চেন্ট ব্যাংকের ঋণের পরিমাণ অতিরিক্ত হওয়ার ফলে মার্কেট যখনই খারাপ হয়, তখন বাধ্যতামূলক তাদেরকে ফোর্স সেল দিতে হয়। এতে করে বাজারের পরিস্থিতি আরও বেশি খারাপ হয়। তাহলে মার্চেন্ট ব্যাংক বাজারকে ভালো করার জন্য কী ভুমিকা রাখছে, এমন প্রশ্ন বিনিয়োগকারীদের রয়েছে।

পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের কাজ হচ্ছে নতুন ইস্যু আনা ও পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং আন্ডাররাইটিং করা। অন্য কাজের মধ্যে রয়েছে করপোরেট পরামর্শ দেওয়া, ঋণ সিন্ডিকেশন করা, চলতি মূলধনের অর্থায়নের ব্যবস্থা করা, বিল ডিসকাউন্ট করা, ইজারা অর্থায়নের ব্যবস্থা করা, ভেঞ্চার ক্যাপিটালের ব্যবস্থা করা ইত্যাদি।

তাহলে কি মার্চেন্ট ব্যাংকগুলো তাদের মূল কাজ রেখে ঋণেই বেশি মনোনিবেশ করছে? বাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর এমন ভুমিকায় বাজারের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে বিনিয়োগকারীদের। বিএসইসি মার্চেন্ট ব্যাংকগুলোর এমন আচরণের পরিবর্তন না আনতে পারলে বাজারের উন্নয়ন আশা করা যায় না।

তাই পুঁজিবাজারে কার কী কাজ সেটি ঠিক করতে হবে। একই সঙ্গে প্রত্যেক প্রতিষ্ঠান সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছে কি না, তাও তদারকি করা প্রয়োজন।