Stock Market Journal

পুঁজিবাজারে আস্থার প্রকাশ থাকা প্রয়োজন

বিশ্বজুড়ে অর্থনীতিতে একটা অস্থিরতা রয়েছে। গত কয়েক বছর ধরে এটি তৈরি হয়েছে। করোনা মহামারির পর রুশ-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দেশে নানা ধরনের সংকট তৈরি হয়েছে। এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এখন কথা হচ্ছে আমাদের দেশে এই চেষ্ট কতটা সফল হচ্ছে সেটি এখন দেখার বিষয়। বিশেষ করে দেশের পুঁজিবাজার থেকে আমাদের অর্থনীতি কতটা সাপোর্ট পাচ্ছে এটি দেখা প্রয়োজন। এ ক্ষেত্রে বর্তমান পুঁজিবাজারের অবস্থাও বিবেচনার নেয়া দরকার। এখন বাজারের চিত্রে আস্থার প্রকাশ নেই। এটি থাকা দরকার। না হলে বিনিয়োগকারীদের মধ্যে সেই গতি আসবে না, যতটা গতি থাকলে পরে একটি পুঁজিবাজার স্থিতিশীল থাকে।

আজেকের পরিস্থিতি হুট করেই তৈরি হয়নি। অতীতে পুঁজিবাজারকে নিয়ে আরো বেশি আন্তরিক ও কার্যকর পদক্ষেপ দরকার ছিল। এটি করা যায়নি। পুঁজিবাজারে অনিয়ম কারসাজি বন্ধ করা যায়নি। যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক প্রকার ভয় সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেকটাই আতঙ্কে ভুগছেন। পুঁজিবাজার স্থিতিশীল করতে হলে তাদের আতঙ্ক দূর করার উদ্যোগ নিতে হবে। তাদের মধ্যে যাতে আস্থা তৈরি হয় সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।