Stock Market Journal

পুঁজিবাজারে আইন অমান্য হলে সংকট দূর হবে না

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ছয়টি ব্রোকারজ হাউজকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠান ছয়টিকে ভবিষ্যতে সিকিউরিটিজ সম্পর্কিত সমস্ত আইন মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাটের বরাত দিয়ে গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়।

পৃথিবীতে মানুষের আগে আইন আসেনি। মানুষ তার প্রয়োজনে আইন তৈরি করেছে। আবার এই আইন দ্বারাই মানুষ নিয়ন্ত্রিত হয়। এভাবেই এগিয়েছে সভ্যতা। সুতরাং পুঁজিবাজারেও আইনের সাশন প্রতিষ্ঠা হওয়া জরুরি। এখানে আইন অমান্য হলে সংকট দূর হবে না। যত ভালো পদক্ষেপই নেওয়া হোক, যদি আইন মান্য করা না হয় তা হলে সুফল পাওয়া যাবে না।

পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজগুলোর আইন মানার ক্ষেত্রে ব্যত্যয় ঘটার বিষয়টি নতুন নয়। এ কারণে নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। সবাইকেই আইনের আওতায় আনতে হবে। এর ফলে একটি উন্নত ব্যবস্থাপনা গড়ে উঠবে। এটি আমাদের পুঁজিবাজারকে উন্নত করতে সহায়ক হবে। এখন দেখা দরকার এরপরও প্রতিষ্ঠানগুলো কী ধরনের আচরণ করে। তার ওপর নির্ভর করবে পরবর্তী করণীয়।