Stock Market Journal

পুঁজিবাজারে অস্থিরতা বিনিয়োগকারীদের শঙ্কা বাড়াচ্ছে

দেশের পুঁজিবাজারে চলমান অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা বাড়াচ্ছে। আগেরদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে প্রায় ৮৫ পয়েন্ট। গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও সূচক কমেছে প্রায় ৪৭ পয়েন্ট। গত দুদিনে সূচক নেই ১৩১ পয়েন্টের বেশি। এতে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা আরও ঘনিভূত হচ্ছে।

গতকাল পুঁজিবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৩ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ কমে ছয় হাজার ৭৩৬.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৫৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.০৪ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩২.৬৫ পয়েন্ট এবং দুই হাজার ৫২৮.৬৬ পয়েন্টে।

দীর্ঘদিন ধরে মূলত পুঁজিবাজার পতনের মধ্যেই রয়েছে। এই পতনের গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সজেঞ্জ কমিশনের (বিএসইসি) নানামুখি তৎপরতার মধ্যেই বাজারে আগ্রাসী দরপতন দেখা যাচ্ছে। এতে সাধারণা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের শঙ্কা দেখা দেওয়া অস্বাভাবিক নয়।