Stock Market Journal

পুঁজিবাজারে অনিয়মের শাস্তি কেনো কারাদণ্ড নয়?

আমাদের দেশে নাটক-সিনেমা ও লোকমুখে একটি কথার বেশ চল রয়েছে। সেটি হচ্ছে- ‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়।’ স্বাভাবিক প্রক্রিয়ায় যখন কোনো কাজ না হয়, সেই অবস্থাকে বোঝাতেই মূলত কথাটি বলা হয়ে থাকে। কিন্তু আমাদের দেশের পুঁজিবাজারের ক্ষেত্রেও বর্তমানে কথাটির গুরুত্ব কম নয়। তবে এখানে বিষয়টি সেভাবে দেখা হচ্ছে না। এখানে সোজা আঙুলে ঘি উঠছে না। তারপরও আঙুল বাঁকানো হচ্ছে না। এটি খুবই হতাশাজনক। পুঁজিবাজারে অনেক ধরনের অনিয়ম বারবারই হয়। অনেক ক্ষেত্রে শাস্তিও হয়। এরপর আবার অনিয়ম হয়। কারণ শাস্তি হিসেবে অনিয়মকারীরা জরিমানা দিয়ে পার পেয়ে যান। তাই এই শাস্তি তাদের কাছে খুবই সহজ।

বর্তমানে পুঁজিবাজারে গুজব রটানোর কাজটি আরও সহজ হয়ে গেছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে। সম্প্রতি গুজব ছাড়ানো হয়- করোনাভাইরাস সংক্রমণের কারণে পুঁজিবাজার বন্ধ হয়ে যাবে। এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। অস্থির হয়ে অনেক বিনিয়োগকারী শেয়ার ছেড়ে দেন। এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করতে হয়। করোনার সংক্রমণের কারণে পৃথিবীর কোথাও পুঁজিবাজার বন্ধ হয়নি। আমাদের দেশে হয়েছে। তাই কোনো সিদ্ধান্ত নেয়ার আগে দশবার ভাবা দরকার। একই সঙ্গে আমরা মনে করি, এসব গুজব যারা ছড়িয়ে আসছেন তাদের বিরুদ্ধে কেবল জরিমানা নয় কারাদণ্ডের ব্যবস্থা করা হোক। দেখা যাবে দুএকজনের শাস্তি হলে বাকিরা সোজা হয়ে যাচ্ছেন।