Stock Market Journal

পুঁজিবাজারের সর্বস্তরে সমন্বয় থাকা প্রয়োজন

হাঁটতে গেলে যদি দুটি পা সমানতালে না চলে তা হলে গন্তব্য পর্যন্ত পৌঁছানোটা খুবই কঠিন হয়ে যায়। এটি শুধু হাঁটার ক্ষেত্রেই নয়, যেকোনো ব্যবস্থাপনার বেলায়ও খাটে। কোনো একটি ব্যবস্থা সঠিভাবে চলতে হলে তার সংশ্লিষ্ট সর্বস্তরে সমান কার্যকারিতা থাকা চাই। না হলে সুফল পাওয়া সম্ভব নয়। দেশের পুঁজিবাজারের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি সত্য। এখানে সব অংশীজননের সমানভাবে কার্যকর ভূমিকা থাকা দরকার।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে পুঁজিবাজার সর্বকর্তা। তবে অন্য প্রতিষ্ঠানগুলোর গুরুত্বও খাটো করে দেখার সুযোগ নেই। সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে কাজের সমন্বয় থাকাটা খুবই দরকারি বিষয়। একই সঙ্গে সংস্থাগুলোর মধ্যে পরস্পর বোঝাপড়া থাকাটা খুবই দরকার। কিন্তু অনেক সময় দেখা যায় বিএসইসি এক ধরনের কার্যকর পদক্ষেপ নিলেও অন্য প্রতিষ্ঠান তাল মেলাতে পারছে না বলে পুঁজিবাজারের আশানুরূপ উন্নতি হচ্ছে না। এটি খুবই জটিলতা তৈরি করে। এর কারণে পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। এই ক্ষতি কেবল ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে না। সমগ্র পুঁজিবাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই সকলের সমন্বিত চেষ্টাই পুঁজিবাজারের উন্নতির ক্ষেত্রে নিয়ামক হতে পারে।