Stock Market Journal

পুঁজিবাজারের সংকট কাটাতে অর্থমন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি

এসএমজে ডেস্ক:

শেয়ারবাজারের চলমান সংকট কাটাতে ৫ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে অর্থমন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আইসিবির সমন্বয়ে গঠিত হয়েছে এ কমিটি। কমিটির কার্যপরিধি নিয়ে অর্থমন্ত্রণলয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিএসইসি ও বিআইসিএম শাখার সহকারি সচিব মো: মখফার উদ্দিন খোকনের স্বাক্ষরে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সমন্বয়ক হলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মাকসুরা নুর। অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ড. নাহিদ হোসেন।

গঠিত কমিটির কার্যপরিধি:

ক) কমিটি প্রস্তাবসমূহ বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপন্থা প্রণয়নসহ সমন্বয়কের ভূমিকা পালন করবে।

খ) বাস্তবায়ন অগ্রগতি ত্রৈমাসিক ভিত্তিতে মনিটরিং করবে এবং সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে।

গ) কমিটি প্রয়োজনে যে কোনো সংস্থার প্রতিনিধি অথবা যে কোন ব্যক্তিকে কো-অপ্ট করতে পারবে।

ঘ) পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে পরামর্শ/আলোচনা করতে পারবে।

পুঁজিবাজার উন্নয়নে অর্থমন্ত্রীর সঙ্গে ডিএসইর বৈঠকে পেশ করা সুপারিশসমূহের যথাযথ বাস্তবায়নে এই কমিটি গঠন করা হয়েছে। সূত্র: অর্থমন্ত্রণালয়।

এসএমজে/২৪/বা