Stock Market Journal

পুঁজিবাজারের ‘শামীম-সম্রাট’দের কী হবে

সাম্প্রতিক  ক্যাসিনো বা দুর্নীতি বিরোধী অভিযানকে দেশের মানুষের মতো  আমরাও ইতিবাচক হিসেবে দেখতে চাই এবং সরকারকে সাধুবাদ জানাই। জানি না এই অভিযানের শেষ পরিণতি কী হবে? তবে আমাদের প্রত্যাশা, অভিযান চলুক এবং তা সব ক্ষেত্রেই চলুক। বিশেষ করে দেশের পুঁজিবাজারেও ‘জিকে শামীম-সম্রাট’রা রয়েছেন। তাদের বিষয়েও সরকারের কঠোর হওয়ার সময় এসেছে।

গণতান্ত্রিক দেশে গণমানুষের স্বার্থ  আগে বিবেচ্য। এই বিবেচনা সরকার ও সরকারের সব প্রতিষ্ঠানের কাছে কাম্য। ক্যাসিনোকাণ্ডে অভিযুক্ত শামীম-সম্রাটরা অবশ্যই আইনের ঊর্দ্ধে নয়। তাই আইন অনুযায়ী তাদের শাস্তি কাম্য। তবে সাধারণ জনগণকে সরসারি ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে তাদের তুলনায় পুঁজিবাজারে যারা শামীম-সম্রাটের মতো রয়েছেন তারা আরও বেশি অপরাধী ও ভয়ঙ্কর। কারণ তারা কারসাজির মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে বিনিয়োগকারীদের শুধু নিঃশ্বই করছেন না তাদের পেটে লাথি মারছেন। একই সঙ্গে বিনিয়োগকারীদের পুরো পরিবারকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হচ্ছে। এর থেকে বাঁচতে পারছে না পরিবারের একটি শিশুও। সুতরাং অপরাধের ধরন দেখতে গেলে পুঁজিবাজারের দুর্বৃত্তরা আরো বেশি ক্ষতিকর। তারা সররাসরি সাধারণ নিরীহ জনগণের ক্ষতি করছেন। তাই দেশের গণতন্ত্র ও উন্নয়নের ভবিষ্যৎ চিন্তা করতে গেলে পুঁজিবাজারে যুক্ত সাধারণা মানুষের কথা আগে ভাবা উচিৎ।  এসব মানুষই আমাদের উন্নয়নের চাকাকে সচল রাখেন।