Stock Market Journal

পুঁজিবাজারের লেনদেন আর কত তলানিতে নামবে?

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এবার ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। গত মঙ্গলবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৭২ কোটি টাকা। চলতি বছরের মধ্যে এ লেনদেন সর্বনিম্ন। পাশাপাশি গত ২০ মাসের মধ্যে এটিই ঢাকার বাজারের সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ৫ মে ডিএসইতে সর্বনিম্ন ২৩৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে গত সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৩৪৫ কোটি টাকা। সেই হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে লেনদেন কমে গেছে ৭৩ কোটি টাকা। বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ কমে যাওয়ায় লেনদেনে ব্যাপকভাবে কমে গেছে।

ঢাকার বাজারে ওইদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মাত্র ৩ কোটি ৮৭ লাখ শেয়ারের হাতবদল হয়। সেই হিসাবে আগের দিনের চেয়ে প্রায় দেড় কোটি কম শেয়ারের হাতবদল হয়েছে।

বাজারে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারই এখন সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। এর মধ্যে বড় অংশেরই কোনো লেনদেন হচ্ছে না। এ কারণে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী—সবারই অংশগ্রহণ কমে গেছে বাজারে। লেনদেনের এই চিত্র খুবই হতাশাজনক।