Stock Market Journal

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগশিক্ষা জরুরি বিষয়

লাভ-লোকসান দুটোই থাকে পুঁজিবাজারে। তারপরও কেউ কেউ লোকসান থেকে উঠতে পারেন না। এটি বাস্তবসম্মত নয়। সব সময় লোকসান হওয়ার কারণ নেই। তবে কেউ যদি পুঁজিবাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছাড়া কেবল কানকথায় বিনিয়োগ করেন, তা হলে তার লোকসান হওয়ারই কথা। এ কারণে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বলবো- বিনিয়োগশিক্ষাটা খুবই প্রয়োজন। এটি না হলে সব সময়ই বিনিয়োগঝুঁকি থেকে যাবে। তাই সঠিক বিনিয়োগের উপায় জানতে হলে এ বিষয়ে শিক্ষার বিকল্প নেই।

বর্তমান যুগে পুঁজিবাজার বিষয়ে জানতে হলে প্রথমেই নিজের উদ্যোগী হওয়াটা দরকার। কারণ এখন হাতের কাছে ভালো লেখকদের বই রয়েছে। এসব বই থেকে পুঁজিবাজারে বিনিয়োগ সম্পর্কে আদ্যপ্রান্ত জানা যাবে। এ ছাড়া অন্যান্য আরও বিষয় থেকেও জানা যাবে। তাই কেউ যদি মনে করেন, পুঁজিবাজার বা বিনিয়োগ সম্পর্কে জানবেন, সেটি সহজেই পারবেন। এই  কারণেই বলছি প্রথমে নিজের উদ্যোগটা দরকার।

কোনো বিষয় ভালো করে না জেনে সেটি নিয়ে সক্রিয় হলে বিপদ হতে পারে। এমন বিপদে পড়েন পুঁজিবাজারের অনেক বিনিয়োগকারী। তারা নিজের অজ্ঞতা সম্পর্কে ওয়াকিবলা নন। কেবল পুঁজিবাজারকে দায়ী করেন। এটি কখনোই সঠিক কাজ নয়।