Stock Market Journal

পুঁজিবাজারের জন্য মার্চেন্ট ব্যাংকের ৮ পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবারের উন্নয়নের লক্ষ্যে মার্চেন্ট ব্যাংক এ্যসোসিয়েশন সুনির্দিষ্ট ৮টি পদক্ষেপের কথা জানিয়েছে। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত গত শনিবারের এক সংবাদ সম্মেলনে বিএমবিএ’র সভাপতি মো. ছায়েদুর রহমান এ কথা বলেন।

সম্প্রতি পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক দেশের তফসিলি ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকা করে বিশেষ তহবিল গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে, এটিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন মো. ছায়েদুর রহমান।

ব্যাংকগুলোর সমন্নিত এ তহবিলের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ হাজার কোটি টাকা, যার পুরোটাই খরচ করা হবে শেয়ারবাজারের উন্নয়নের জন্য।

৮ পদক্ষেপের মধ্যে রয়েছে:

এসএমজে/২৪/তা