Stock Market Journal

পুঁজিবাজারের গতি ধরে রাখার বিকল্প নেই

কয়েক বছরের থেমে থেমে দরপতনে পুঁজিবাজারের সূচক তলানিতে নেমে আসে। বর্তমানে গত সপ্তাহ থেকে বাজারে সূচকের উত্থান দেখা যাচ্ছে। এই গতি ধরে রাখার বিকল্প নেই। কারণ বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারগুলোর দর অনেক বেশি কমে গেছে। ফেসভ্যালুর নিচে নেমে আসা শেয়ারের সংখ্যা অত্যাধিক। অযৌক্তিক দরপতনের মধ্য দিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে বাজারে ভারসাম্য তৈরি হেতে সূচক অন্তত সাত হাজার পয়েন্টে ওঠা প্রয়োজন। এটি অসম্ভব নয়। আমাদের বাজারের সেই সক্ষমতা রয়েছে।

বর্তমান বাজার পরিস্থিতিতে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে সূচকের উত্থান অব্যাহত থাকবে। পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি হবে। নানা ধরনের অনিয়মের কারণে যারা বাজার বিমুখ রয়েছেন, সেসব বিনিয়োগকারী ফের সক্রিয় হবেন। পাশাপাশি নতুন বিনিয়োগকারীরও পুঁজিবাজারে যুক্ত হবেন। কারণ পুঁজিবাজার বদ্ধ জলাশয় নয়। এটি প্রবাহমান নদীর মতো। এখানে প্রতিদিনই নতুন বিনিয়োগকারী যুক্ত হওয়ার সুযোগে রয়েছে। যার মাধ্যমে পুঁজিবাজার প্রাণবন্ত হয়। এর জন্য পুঁজিবাজার কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি দরকার। যাতে কোনো ধরনের অপতৎরতা বাজারের গতি ব্যাহত করতে না পারে।