সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রাণ- এই কথা আর নতুন করে বুঝানোর প্রয়োজন পড়ে না। যারা পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক জ্ঞানটুকু রাখেন, তারাও বিষয়টি জানেন। কিন্তু কথা হচ্ছে, এরপরও অনেক সময় দেখা যায় সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রতারণা বা কারসাজির শিকার হন। এটি কিছুতেই কাম্য নয়। বিশেষ করে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর দ্বারা যেনো বিনিয়োগকারীরা ইচ্ছাকৃত ক্ষতির মধ্যে না পড়েন, সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন। আর এ কারণেই তালিকাভুক্ত কোম্পানিগুলো পুঁজিবাজারের আইন পরিপালন করুক এটিই আমাদের কাম্য।
প্রতিনিয়তই পুঁজিবাজারের অঙ্গতির খুটিনাটি নিয়ে আমরা লিখছি। গণমাধ্যম হিসেবে এই কাজটিই আমরা করতে পারি, কারো ওপর কোনো ধরনের খবরদারি করা আমাদের উদ্দেশ্য নয়। শুধু বলতে চাই, প্রত্যেকের উচিত নিজের দায়টুকু বুঝে নেওয়া। যেমন তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৩০ শতাংশ শেয়ার ধারনের একটি নিয়ম রয়েছে। কিন্তু দেখা যায় দীর্ঘ সময়েও অনেক কোম্পানি এই নিয়মের তোয়াক্কা করেনি বা করছে না। এটি খুবই দুঃখজনক। এতে বিনিয়োগকারীদের মতো আমরাও মর্মাহত। তাই নিয়ন্ত্রক সংস্থার প্রতি, আমাদের অনুরোধ, তালিকাভুক্ত কোম্পানিগুলো যাতে পুঁজিবাজারের আইনগুলো মেনে চলে সেই ব্যবস্থা করা হোক।