Stock Market Journal

পুঁজিবাজারের অগ্রগতি ধরে রাখতে হবে

কঠোর বিধিনিষেধের মধ্যেও গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি রেকর্ড হয়েছে। বাজার মূলধন ও প্রধান দুটি সূচক লেনদেন শেষে রেকর্ড উচ্চতায় উঠেছে। এর আগে সর্বশেষ গত ১৯ জুলাইও এক দিনে তিন রেকর্ড হয়েছিল। সেবারও বাজার মূলধন ও প্রধান দুটি সূচকে এ রেকর্ড হয়েছিল।
বেশির ভাগ শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে এ রেকর্ড হয়েছে। সূচকের পাশাপাশি এদিন লেনদেনেও ছিল বেশ ভালো গতি। তার সুফল দিন শেষে পড়েছে বাজার মূলধন ও সূচকে। অবশ্যই এটি পুঁজিবাজারের অগ্রগতি। তবে এই উন্নতি ধরে রাখতে হবে। এর জন্য নিয়ন্ত্রক সংস্থাকে আরও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখতে হবে।

বাজারে একের পর এক রেকর্ড হলেই উন্নত হয়ে গেছে এমনটি ভাবার কারণ নেই। দরকার হচ্ছে টেকসই উন্নয়ন। আজ উঠল তো কাল পড়লো- এমন নয়। আগেও দেশের পুঁজিবাজারের লেনদেন ও সূচকের রেকর্ড হয়েছে। এতে বাজার নিয়ে সকলের মধ্যে আশার সঞ্চার হয়েছে। কিন্তু পরক্ষণেই সেই আশায় গুড়েবালি। এমন পরিস্থিতি যাতে না হয় সেটি নিশ্চিত করতে হবে।