Stock Market Journal

পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাজে সমন্বয় থাকা প্রয়োজন

পুঁজিবাজার খুবই স্পর্শকাতর জায়গা। এখানে একটি ক্ষুদ্র বিষয়ও বড় ধরনের ঘটনার জন্ম দিতে পারে। এই কারণে প্রতিটি বিষয় যত্নসহকারে মোকাবেলা করার দরকার আছে। এখানে যেসব প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো কোনো না কোনোভাবে পুঁজিবাজারে সম্পৃক্ত সেগুলোর প্রতিটির কাজে সমন্বয় থাকা খুবই প্রয়োজন। কেউ যেনো হুটহাট করে একটি সিদ্ধান্ত নিয়ে না ফেলে, সেটি খেয়াল রাখতে হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সর্বোচ্চ সংস্থা হলেও, সমন্বয় করে কাজ করার বিষয়টি তাকেও মেনে চলতে হবে। অতীতে দেখা গেছে, বিএসইসি একরকম ভাবছে, হয়তো বাংলাদেশ ব্যাংক আরেক রকম একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এতে পুঁজিবাজার বড় ধরনের প্রভাব পড়েছি। এটি পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, স্টক এক্সচেঞ্জসহ আরও যত প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোর কাজেই সমন্বয় থাকা দরকার।

কারণ বর্তমানে পুঁজিবাজার কিছুটা ছন্দে রয়েছে। এটি ধরে রাখতে হলে সবগুলো প্রতিষ্ঠানের কাজেই সমন্বয় এবং জবাবদিহিতা প্রয়োজন। এতে সংস্থগুলোর সক্ষমতা ও কার্যকর প্রভাব প্রতিষ্ঠিত হবে। আর এর সূত্র ধরেই একটি উন্নত, জবাবদিহিমূলক পুঁজিবাজার ব্যবস্থাপনা গড়ে উঠতে পারে।