Stock Market Journal

পুঁজিবাজারকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়

সময়ের চিন্তাটা সময় থাকতেই করতে হয়। দেশের উন্নয়ন নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। কিছু কিছু বিষয়ে উন্নয়ন দৃশ্যমানও। তবে এর মধ্যে সব উন্নয়নই যে টেকসই, সেটি বলা যাবে না। বিশেষ করে দেশে সামগ্রিক ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে পুঁজিবাজারকে অবহেলা বা বাদ দেওয়ার সুযোগ নেই। আধুনিক অর্থনীতিতে পুঁজিবাজার অন্যতম নিয়ামক। উন্নত বিশ্বের অর্থনীতির দিকে তাকালে বুঝতে পারা যায় এটি কতটা সত্য।

দেশের অর্থনীতিতে আমাদের পুঁজিবাজারকে এক প্রকার অবহেলাই করা হয়েছে। অর্থনীতির আকার ও বৃদ্ধি অনুযায়ী পুঁজিবাজার সম্প্রসারিত হয়নি। এটি কেনো হয়নি সেই তর্ক না করেও বলা যায়, পুঁজিবাজারের এই গুরুত্বহীনতা আমাদের অনেক ভোগাবে। প্রতিযোগিতামূলক বিশ্ব অর্থনীতিতে আমরা অগ্রসর হতে পারবো না, যদি পুঁজিবাজারকে কাজে লাগাতে না পারি। এই কাজটি করার জন্য এখনই সময়োচিত পদক্ষেপ নিতে হবে। খুঁজে বের করতে হবে পুঁজিবাজার বিকাশের পথে বাধাগুলো কী। তারপর সেগুলো অপসারণ করতে হবে। একই সঙ্গে উন্নত বিশ্বের অভিজ্ঞতার আলোকে দেশের পুঁজিবাজার সাজাতাতে হবে। আমরা চাই বা না চাই সময় গড়িয়ে যাবে। পরিবর্তন সেই অনুযায়ী হবে। এক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে আমরা এর জন্য কতটা প্রস্তুত।