Stock Market Journal

পুঁজিবাজারকে দুর্নীতির রাহুমুক্ত করতে হবে

সব সাফল্যের পেছনে যেমন কোনো না কোনা কারণ থাকে। আবার ব্যর্থতার পেছনেও কোনো না কোনো কারণ থাকে। কিছু কারণ নিরাময়যোগ্য হলেও, অনেক কারণ নিরাময়যোগ্য নয়। এগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে কোনো পরিবর্তনই সম্ভব নয়। আমাদের পুঁজিবাজারের অবস্থাও তাই। এখানে অনেকগুলো কারণ আছে যেগুলো নিরাময়যোগ্য নয়। এসব কোরণে পেছনে গবেষণা করে সময় নষ্ট না করে। কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে পুঁজিবাজার থেকে দুর্বৃত্তদের উৎখাত করতে হবে। এটি সমূলে বিনাশ না করে কোনো উপায় নেই। তাই যে ভাবেই হোক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।

এখন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিবাজদের ধরার বিষয়ে সরকার তৎপর হয়েছে। দেখা যাচ্ছে সরকারের উদ্যোগের পর ব্যপকভাবে অনিয়ম ধরা পড়ছে। এটি সম্ভব হয়ে দেশের সকারপ্রধান আন্তরিক হয়েছেন বলে। দেশের পুঁজিবাজারেও এমন অনেক অনিয়ম রয়েছে। যার সমূলে বিনাশ দরকার। তাই নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টরা তৎপর হলে অনেক কিছুই সম্ভব। আর যদি সর্ষের ভেতরেই ভূত থাকে তা হলে তো অন্য পথ অবলম্বন করতে হবে। এখানেও নীতির্ধারকদের যুক্ত হতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। তা হলে পুঁজিবাজারকে দুর্নীতির রাহুমুক্ত করা সম্ভব।