পৃথিবীর সব পরিবর্তেনের সঙ্গেই কোনো না কোনোভাবে অর্থনীতি সম্পৃক্ত। তাই বদলে যাওয়া সময়ের সঙ্গে অর্থনীতিও বদলে যায়। এই পরিবর্তন অবকাঠামো, উপরি কাঠামোর সব জায়গায়ই হয়ে থাকে। গতিশীল অবস্থাকে চিহ্নিত করার মধ্য দিয়ে পৃথিবীর দেশে দেশে উন্নত জাতিগুলো এগিয়ে যায়। এই অগ্রগতিকে মূলত অর্থনীতির অগ্রগতি বললেও ভুল হবে না। আর অর্থনীতির অন্যতম স্তম্ভ হচ্ছে পুঁজিবাজার। এ কারণে পুঁজিবাজার সব সময় হালনাগাদ করতে হয়। পরিবর্তন করতে হয় যুগের সঙ্গে তাল মিলিয়ে। এটি করতে পারলেই পুঁজিবাজার আন্তর্জাতিক মানের হয়।
আমাদের দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক করা এখন সময়ের দাবি। জন্যসংখ্যা এবং অর্থনীতির পরিধির আলোকে পুঁজিবাজারকে ঢেলে সাজানো গেলে এটি অসম্ভব নয়। আরও একটি বিষয় এক্ষেত্রে জরুরি, সেটি হচ্ছে উন্নয়নের মানসিকতা। প্রথমে এটি নীতিনির্ধারকদেরই বুঝতে হবে। তারা যদি এগিয়ে আসেন এবং এক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করেন তা হলে বিষয়টি অনেকাংশেই সহজ হয়ে যায়। এ কারণে নীতি নির্ধারণী পর্যায়ে যোগ্য ও সৎ লোক দরকার। যারা দেশের উন্নতির কথা ভাবেন, তাদের এখানে যুক্ত করতে হবে। এই কাজটি রাতারাতি না হলেও, হওয়া দরকার।