Stock Market Journal

পাশ-পাশ বলে ১০ মিনিটে এজিএম শেষ

নিজস্ব প্রতিবেদক:

ডিভিডেন্ড না দিয়েও সব সিদ্ধান্ত পাশ-পাশ বলে মাত্র ১০ মিনিটের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষ করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে কোম্পনিটির ১৯তম এই এজিএম হয়। এতে কোম্পানিটির সুপারিশ করা নো ডিভিডেন্ড অনুমোদন হয়।

সরেজমিনে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিনিয়োগকারী এসএমজে২৪ ডটকমকে জানান, কোম্পানিটি এই অর্থবছরে কোনো ডিভিডেন্ড দেয়নি। এবিষয়ে আমাদের বক্তব্য দিতেও দেয়া হয়নি। আমাদের মতামত ছাড়া কোম্পানি ভাড়া করা লোক দিয়ে এজেন্ডা পাশ করিয়ে নিয়েছে।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেঞ্জ কমিশনের বিধান অনুযায়ী কোম্পানি পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে কোম্পানিটি। বর্তমানে কোম্পানির পরিচালকদের হাতে মাত্র ৩.৯৭ শতাংশ শেয়ার রয়েছে।

এসএমজে/২৪/রা