Stock Market Journal

পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পনি আইএফআইসি ব্যাংক লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ১ হাজার কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে।

সূত্র জানায়, ব্যাংকটি এডিশোনাল টিয়ার-১ মূলধন সহয়তায় ব্যাসেল-৩ এর অধীনে বন্ড ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৯০০ কোটি টাকার বন্ড ইস্যু করা হবে। আর বাকী ১০০ কোটি টাকার বন্ড পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।

এর আগে গত ২৩ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন দেয়। শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে আগামী ২৬ আগস্ট ব্যাংকটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির ইজিএম অনুষ্ঠিত হবে।

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা