Stock Market Journal

পাঁচশ কোটির ওপরে লেনদেন: কতদিন স্থায়ী হবে?

দেশের পুঁজিবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবসে মূল্য সূচক বাড়লো।

মূল্য সূচক বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। সেই সঙ্গে ডিএসইতে পাঁচশ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস ডিএসইতে পাঁচশ কোটি টাকার ওপরে লেনদেন হলো। এখন প্রশ্ন হচ্ছে, লেনদেনের এই গতি কতদিন স্থায়ী হবে?

এর আগে নানা ইস্যুতে টানা দুই সপ্তাহ দরপতনের পর গত সপ্তাহের শেষ তিন কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী ছিলো বাজার। এর মাধ্যমে পতন থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দেয় পুঁজিবাজার। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গত রোববার পুঁজিবাজারে ফের দরপতন হয়। সবকটি মূল্য সূচক কমার পাশাপাশি কমে লেনদেনের গতি। ডিএসইতে লেনদেন কমে তিনশ কোটি টাকার ঘরে চলে আসে। ফলে বর্তমান চিত্র কতটা স্থায়ী হবে, সেটি নিয়েও সংশয় রয়েছে।