Stock Market Journal

পর্ষদ ভাঙলেই হবে না বিনিয়োগকারীদের পুঁজি ফিরে পাওয়ার ব্যবস্থা করতে হবে

তালিকাভুক্ত আরও পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে তিন কোম্পানির পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গড়ার কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাকি দুটির বিষয়ে প্রক্রিয়াগত কার্যক্রম শুরু হয়েছে। বিএসইসি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে গণমাধ্যম।

বিএসইসি যে পাঁচটি কোম্পানির বর্তমান পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠনের উদ্যোগ নিয়েছে, সেগুলো হলো ইউনাইটেড এয়ার, ফ্যামিলিটেক্স, সিঅ্যান্ডএ টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও এমারেল্ড অয়েল। এ পাঁচ কোম্পানির মধ্যে চারটিরই কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। শুধু ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের কার্যক্রমই চালু রয়েছে। এসব কোম্পানি ব্যাবস্থানায় দুর্বলতা ও অনিয়ম করে বিনিয়োগকারীদের সর্বনাশ করেছে। তাই কেবল পর্ষদ ভঙলেই হবে না, বিনিয়োগকারীরা যাতে তাদের পুঁজি ফেরত পান সেই ব্যবস্থাও করা প্রয়োজন। একই সঙ্গে খতিয়ে দেখা দরকার এই পরিস্থির জন্য বাজারসংশ্লিষ্ট আরও কারো দায় রয়েছে কিনা। তা নাহলে একই ধরনের ঘটনা পুনরায় ঘটনার আশঙ্কা থেকে যাবে। যা পুঁজিবাজারকে আরও ক্ষতির মধ্যে ফেলতে পারে।