Stock Market Journal

পরিবর্তন আসুক পুঁজিবাজারেও

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারে পতন হয়েছ। এর মধ্য দিয়ে দেশে রাজনীতি-অর্থনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যাশা রয়েছে মানুষে মধ্যে। আমরা আশা করছি দেশ ও মানুষের স্বার্থে সবকিছ ঢেলে সাজানো হবে। মানুষ সত্যিকার অর্থে অর্থনীনৈতিক মুক্তি পাবে। দীর্ঘ দিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা অবসানের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। অর্থনীতি সব ধরনের অনিয়ম দুর্নীতি থেকে বের হয়ে আসবে। একই সঙ্গে দেশে আসবে একটি গণতান্ত্রিক ন্যয়সঙ্গত ব্যবস্থা পনা। যার মধ্য দিয়ে দেশের মানুষ চলমান এই উচ্চ মূল্যস্ফীতি থেকে রেহাই পাবে। একই সঙ্গে আমরা আশা করবো। দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা বন্ধ হবে।

একটি গণতান্ত্রিক ব্যবস্থপনায় দেশে পুঁজিবাজারকে গড়ে তোলার এখন উত্তম সময়। এই সময়ে পুঁজিবাজারকেও ঢেলে সাজাতে হবে। এখানে বসাতে হবে যোগ্য লোকদের। পাশাপাশি অযোগ্য ও দুর্নীতিবাজদের অপসারণও জরুরি। যারা অনিয়ম ও দুর্নীতি করে আসছে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি শুধু আমাদের নয়, লাখ লাখ বিনিয়োগকারীও দাবি। তাদের এই যৌক্তিক দাবিকে অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারলে আশা করি পুঁজিবাজারের পালে নতুন হাওয়া লাগবে।