Stock Market Journal

পরিচালদের ব্যাংক হিসাব জব্দ: সঠিক পথে এগোচ্ছে বিএসইসি

আইন লঙ্ঘন করে পরিচালকদের শেয়ার বিক্রি এবং আর্থিক প্রতিবেদন জমা না দেয়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড ও তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের সব পরিচালকদের শেয়ার জব্দের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি দুই কোম্পানির পরিচালকদের ব্যাংক হিসাব জব্দের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এতে বিএসইসি সঠি পথে এগোচ্ছে বলে মনে হয়।

বিভিন্ন মহল থেকে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, বিএসইসি পুনর্ঠনের ফলে বাজারে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। নতুন কমিশন বেশ তৎপর হচ্ছে কোম্পানিগুলোর অনিয়েমর বিরুদ্ধে। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির পরিচালকে মোটা অংকের জরিমানা করা হয়েছে, সম্মিলিতভাবে পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণে পদক্ষেপ নেয়া হয়েছে, অসঙ্গতি ধরপরার আইপিও আবেদন বাতিল করা হয়েছে। এছাড়াও সম্প্রতি উপরে উল্লেখিত দুটি কোম্পানির পরিচালকের শেয়ার ও ব্যাংক হিসাব জব্দের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। সবগুলো বিষয়ই সঠিক বলে আমরা মনে করি। প্রয়োজনে বিএসইসির আরো কঠোর হওয়া দরকার। তাহলে দীর্ সময় ধরে অনিয়মকারীরা লেজ গুটাতে শুরু করবে। এতে পুঁজিবাজার স্বচ্ছ ও অনিয়মমুক্ত হবে আশা করি।