Stock Market Journal

পথ হারানো বিনিয়োগকারীরা যাবেন কোথায়

পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করার সব রকম আয়োজ হয়েছে বিগত ১৫ বছরে। এর মধ্য দিয়ে বিনিয়োগকারী পথ হারিয়ে পেলেছেন। এখন তাদের যাওয়ার কোনো রাস্তা নেই। সামনে বিপদ পেছনেও বিপদ। তারা পরিবার পরিজন নিয়ে এক চরম সংকটের মধ্যে পড়েছেন অনেকেই। তারা হয়তো বলতে পারছেন না। কিন্তু টের পাওয়া যায়। প্রতিদিনের বাজার চিত্র দেখলেই বোঝা যায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষকরণ হচ্ছে। তাদের পাষশ যে কেউ নেই। এটি পুঁজিবাজারে জন্য খুবই নেতিবাচক একটি দিক।

টানা দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। অব্যাহত দরপতনের মধ্যে পড়ে দিন যত যাচ্ছে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ততো ভারী হচ্ছে। একই সঙ্গে প্রকট হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা সংকট। লোকসান কাটিয়ে উঠার কোনো পথই যেন পাচ্ছেন না বিনিয়োগকারীরা।

শেয়ারবাজারে চলা টানা দরপতন চলছে।  প্রতিদিন বিনিয়োগকারীরা আশায় থাকেন শেয়ারবাজার ভালো হবে। মাঝেমধ্যে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিললেও বেশিরভাগ দিন বাজারে দরপতন হচ্ছে। এতে তাদের লোকসানের পাল্লাও ভারী হচ্ছে। এভাবে চলতে থাকলে বিনিয়োগকারীরা সব পথে বসে যাবেন। বাজারের ওপর কোনো আস্থা থাকবে না।

প্রায় এক বছর ধরে শেয়ারবাজারে মন্দা চলছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও শেয়ারবাজারের চিত্র বদলায়নি। অব্যাহত দরপতনের মধ্যে পড়ে সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসানের মধ্যে রয়েছেন। অনেকের পোর্টফোলিওতে এখন ৬০-৭০ শতাংশ লোকসান। এই লোকসান কাটানোর কোনো উপায় দেখা যাচ্ছে না। দিন যত যাচ্ছে বিনিয়োগকারীদের লোকসান ততো বাড়ছে।