Stock Market Journal

পতনের বৃত্তে পুঁজিবাজার: বাড়ছে বিনিয়োগকারীদের হাহাকার

দেশের পুঁজিবাজার পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না। এতে প্রতিনিয়ত বাড়ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাহাকার। মাঝে তিন কর্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মেলার পর এখন আবার টানা দরপতন দেখা দিয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি পতন হচ্ছে মূল্যসূচকের।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক কমেছে। একই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের গতি। এর মাধ্যমে শেয়ারবাজারে টানা দুই কার্যদিবস দরপতন হলো।

এর আগে গত সপ্তাহে পুঁজিবাজারে নানা গুজব ছড়িয়ে পড়ে। হ্যাকিংয়ের কবলে পড়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), হ্যাকাররা একাধিক ব্যাংক হ্যাকিংয়ের চেষ্টা করছে, প্রভাবশালী একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, সামনে রিজার্ভ কমে যেতে পারে- এ ধরনের নানা গুজব ছড়িয়ে পড়ায় গত সপ্তাহে শেয়ারবাজারে বড় দরপতন হয়।

এতে টানা দুই কার্যদিবস শেয়ারবাজারে বড় দরপতন হলে সপ্তাহের শেষ কার্যদিবসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অংশীজনদের সঙ্গে দুটি বৈঠক করে। এতে পতন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় শেয়ারবাজার। শেষ পর্যন্ত আবার পতনেই ঝুঁকে পড়েছে বাজার।