Stock Market Journal

পতনের ধকল কাটিয়ে উঠতে পারছে না পুঁজিবাজার

দেশের পুঁজিবাজারে দীর্ঘ দিন ধরে মন্দা চলছে। চলছে দরপতন। ফলে পতনের ধকল কাটিয়ে উঠতে পারছে না পুজিবাজার। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাজার কবে নাগাদ ঘুর দাড়াবে কিংবা পরিবর্তন আসবে, সেটি নিয়ে তারা সন্দিহান। এ কারণে লেনদেনে তেমন গতি ফিরছে না। ৩-৪শ কোটি টাকার ঘরে থাকছে লেনদেন। অন্য দিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

পুঁজিবাজারের যারা নীতিনির্ধারক, তাদের ভাবনাচিন্তা আসলে কী, সেটি জানা দরকার। তারা বাজারের উন্নতি নিয়ে কীভাবে অগ্রসর হচ্ছেন, সেটি পরিস্কার হওয়া প্রয়োজন। একইসঙ্গে অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে পুঁজিবাজারকে বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন দরপতনের ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা তৈরি হয়েছে। এটি কাটিয়ে ওঠার উদ্যোগও নিতে হবে। সবদিক থেকে তৎপর হলে বাজারের চিত্রে পরিবর্তন আসতে পারে।

অর্থনীতির বৈশ্বিক মন্দায়ও বিভিন্ন দেশের পুঁজিবাজার সামনের দিকে অগ্রসর হচ্ছে। এর জন্য বিশেষ পরিকল্পনা প্রয়োজন। বাস্তবতায় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তা হলে বাজারের অবস্থা বদলাতে পারে। এটি না হলে বিনিয়োগকারীদের হতাশা কাটবে না।