Stock Market Journal

ন্যায্যতা ও সততা হোক পুঁজিবাজারের চাবিকাঠি

দেশের পুঁজিবাজার থেকে ন্যায্যতা ও সততা মনে হয় এক সময় উঠে গিয়েছিল। এতে সাধারণ বিনিয়োগকারীরা কোনো দিশা পাচ্ছিলেন না। তারা নানানভাবে বঞ্চিত ও প্রতারিত হলেও বিষয়গুলো দেখার যেন কেউ নেই মনে হয়েছে। যে কারণে শেয়ারবাজারে রাঘব বোয়ালেরা আধিপত্য বিস্তার করেছে। দিনের পর দিন তারা পুঁজিবাজারে নানান রকম কারসাজি করে আসছে। তাদের জন্য দেশের পুঁজিবাজার তলাবিহীন ঝুরিতে পরিণত হয়েছে।

এখন রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বিভিন্ন ক্ষেত্রে রাঘব বোয়ালদের ধরা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে শেয়ারবাজারের রাঘব বোয়ালদেরও ধরা হোক। বাজারকে কলঙ্ক মুক্ত করা হোক। প্রয়োজনে নতুন আইন করে এদের ক্ষমতার লাগাম টানা হোক। দুর্নীতিবাজরা দেশের শত্রু। তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হলে পরবর্তীতে আর কেউ মানুষের সঙ্গে প্রতারণা করার সাহস দেখাবে না। এটি করতে পারলে দেশ জাতি উপকৃত হবে। সেই সঙ্গে পুঁজিবাজর নিয়ে দীর্ঘ অনাস্থারও অবসান হবে বলে আমরা মনে করি। এতদিন নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টদের গাফিলতির কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারেনি। এখন এর অবসান হওয়া উচিত।