Stock Market Journal

নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এএফসি এগ্রো

এসএমজে ডেস্ক:

নো ডিভিডেন্ড ঘোষণা করেছে  পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কোম্পানিটির (২০১৯-২০) সমাপ্ত বছরে  শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৩২ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯৩ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা। এর আগের বছর ছিলো ১৯ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে  অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৫ ডিসেম্বর। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা