Stock Market Journal

নো ডিভিডেন্ড ঘোষণা করেছে সমতা লেদার

এসএমজে ডেস্ক:

নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। কোম্পানিটি গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ২৮ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট ক্যাশ ফ্লো হয়েছে ৪২পয়সা। আগের বছর একই সময় ছিল ৩৬ পয়সা।

৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৩৯ পয়সা। গত বছর ছিল ১৪ টাকা ৬১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কারখানা প্রাঙ্গনে এই এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ৬ ডিসেম্বর। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা