Stock Market Journal

নিয়ম মানছে না ১২ জীবন বীমা কোম্পানি

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলো আইন কানুন মেনে চললেও কিছ কিছু জীবন বীমা কোম্পানি চলছে মনগড়া নীতিতে।  এতে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হচ্ছে অনাস্থা।

পুঁজিবাজারের তালিকাভুক্ত সকল কোম্পানির তথ্য ডিএসই ওয়েবসাইটে দেয়া থাকলেও জীবন বীমা কোম্পানিগুলোর সম্পূর্ণ তথ্য নেই। এতে সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে দুর্নীতি আর অনিয়মের পাহাড় গড়ে তোলার সুযোগ পাচ্ছে কোম্পানিগুলো।

এছাড়া, পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা থাকলেও বিষয়টির  তোয়াক্কা করছেন না অনেক জীবন বীমা কোম্পানির পরিচালক।

উদাহরণসরূপ বলা যায়, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে থেকেও আইনি নির্দেশ যথারীতি পালন করে পরিচালকররা ৫৭.৬২ শতাংশ শেয়ার ধারণ করছেন। অন্যদিকে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ‘এ’ ক্যটাগরিতে থাকা সত্তেও তাদের উদ্যেক্তা/পরিচালকরা আইনি নির্দেশনা অমান্য করে মাত্র ১৯.৬৭ শতাংশ শেয়ার ধারণ করছেন। এভাবে প্রয় সকল জীবন বীমা কোম্পানি নিজেদের মনগড়া নিয়মে চলছে। ( চলবে)