Stock Market Journal

নিয়ম না মানা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হোক

পুঁজিবাজারে তালিকাভুক্তির নিয়ম না মেনে চলা এবং বর্তমান কার্যক্রম খতিয়ে দেখতে তালিকাভুক্ত ৪২টি কোম্পানি পরিদর্শনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমতি চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রাথমিকভাবে বিএসইসি ১৪টি কোম্পানির কার্যক্রম পরিদর্শনের অনুমতি দিয়েছে।
অভিযোগ রয়েছে কয়েকটি কোম্পানি পুঁজিবাজারের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে থেকে অর্থ উত্তোলন করলেও তাদের ডিভিডেন্ড থেকে বঞ্চিত করছে। এছাড়া কোনো কোনো কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ না করে এবং বার্ষিক সাধারণ সভা না করে শেয়ারহোল্ডারদের অন্ধকারে রেখেছে। ডিএসই চলতি বছরের শুরুর দিকে বিএসইসিতে চিঠি দিয়ে ৪২টি নন-পারফর্মিং তালিকাভুক্ত কোম্পানি পরিদর্শনের অনুমতি চেয়েছিল। তবে জুলাই মাসে বিএসইসি ১৪টি কোম্পানিকে পরিদর্শন করতে ডিএসইকে অনুমতি দিয়েছে।
বাকি ২৮টি কোম্পানিকে পর্যায়ক্রমে ডিএসইকে পরিদর্শনের অনুমতি দেয়া হবে বলে বিএসইসির বরাত দিয়ে সংবাদ প্রকাশ হয়।
এ ধরনের ব্যবস্থা বিভিন্ন সময় নেয়া হলেও সেগুলো শেষ পর্যন্ত এগুলো আলোর মুখ দেখেনি। যে কারণে কোম্পানিগুলো অনিয়ম করার সুযোগ পায়। এ কারণে নিয়ম না মানা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।