Stock Market Journal

নিয়ন্ত্রক সংস্থায় রদবদলের চেয়ে জরুরি হচ্ছে পরিবর্তন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। গত সোমবার সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদের যোগদানের পর গত বৃহস্পতিবার এ রদবদল করা হয়। এই দফায় বিএসইসির দুই কমিশনারের পাশাপাশি নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল করা হয়েছে।

যারা স্ব স্ব ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিতে পারেননি তাদেরকে রদবদল করে কী লাভ হবে? প্রয়োজন হচ্ছে পরিবর্তনের। কারণ আমূল পবির্তন এখন শেয়ারবাজারের জন্য খুবই প্রয়োজন। যাদেরকে দিয়ে হচ্ছে না, তাদেরকে নতুন দায়িত্ব দিলে কতটা ভালো হবে, এটি বিবেচনা করার সময়ে এসেছে। আমরা মনে করে মুখস্থ কিছু মানুষের বাইরে দেশে অনেক মানুষ রয়েছে। এসব মানুষকে দায়িত্ব দিয়ে দেখার বিষয় আছে। না হলে হলে গোড়া গলদ থেকে যাবে। এখন দরকার হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। যাদেরকে নিয়ে বিতর্ক নেই এবং যারা যোগ্য। যোগ্যতার বিচারই হওয়া উচিত মাফকাঠি। কাজটি যিনি পারবেন, তাকে দিয়ে করাতে হবে। এখানে স্বজনপ্রীতির সুযোগ নেই। আমরা আশা করবো রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে পুঁজিবাজার ঢেলে সাজানোর পদক্ষেপ নিতে হবে।