Stock Market Journal

নিরাপদ বিনিয়োগের জন্য পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানো প্রয়োজন

একটি দেশের অর্থনীতির জন্য পুঁজিবাজার কতটা গুরুত্বপূর্ণ বর্তমান যুগে এ বিষয় নিয়ে ব্যাখার খুব একটা দরকার পড়ে বলে মনে হয় না। তারপরও নিরাপদ বিনিয়োগের জন্য পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানোর কাজটি খুবই প্রয়োজন। একটু বাড়তি আয় বা স্বচ্ছলতার জন্য অনেক মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকেন। তাদের এই বিনিয়োগ নিরাপদ করার জন্য সব ধরনের চেষ্টা থাকা উচিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। বিশেষ করে বাজার কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থার এ বিষয়ে অনেক কিছুই করার আছে।

একটি আস্থার পুঁজিবাজার বিনিয়োগকারীদের দীর্ঘ দিনের দাবি। আমাদের দেশের পুঁজিবাজার গত প্রায় একদশক ধরে নানা ধরনের আশঙ্কার মধ্য দিয়ে চলে আসছে। এসব আশঙ্কা বাজারের বিকাশকে ব্যাহত করছে। তাই বাজারে আস্থা ফেরানোটা খুবই প্রয়োজন। একই সঙ্গে পুঁজিবাজারে বিনিয়োগ যাতে নিরাপদ হয় সেটিও নিশ্চিত করার দরকার আছে। সাধারণ বিনিয়োগকারীরা যদি মনে করেন, তাদের ঠকানোর সব পথ বন্ধ করা হয়েছে, তাহলেই আস্থা ফিরবে। আর আস্থা ফিরলে বাজারের সক্ষমতাও বাড়বে। এর জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ থাকা প্রয়োজন।