এসএমজে ডেস্ক
যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে (এনওয়াইএসই) গত মঙ্গলবার সূচক আবার নিম্নমুখী ছিল। যুক্তরাষ্ট্রের ডাউজোনসের (ডিওডব্লিউ) সূচক এদিন -০.৩৬ শতাংশ কমে দাঁড়ায় ২৬,৪২৬ পয়েন্ট।
যুক্তরাষ্ট্র শেয়ার বাজারে অন্তর্ভুক্ত নাজডাকও (এনএএসডিএকিউ) ওই দিন কিছুটা নিম্নমুখী ছিল। সূচক -০.৪৭ শতাংশ কমে দাঁড়ায় ৭,৬৫৯.৫০ পয়েন্ট।
এদিন লন্ডন শেয়ার বাজারের (এলএসই) সূচকও নিম্নমুখী ছিল। এ সূচক কমে -১.৩৯ শতাংশ যা কমে দাঁড়ায় ৭,২৫৭.৮৪ পয়েন্ট।
বম্বে শেয়ার বাজারের (এসইএনএসইএক্স) সূচকও ছিল নিম্নমুখী। এ শেয়ার বাজারের সূচক কমে ০.৯৪ শতাংশ বা ৩৮,৩০৫.৪১ পয়েন্ট।
জাপান শেয়ার বাজারের (এনআইকেকেইআই) সূচক নিম্নমুখী ছিল। এখানে -০.৪৯ শতাংশ বেড়ে সূচক দাঁড়ায় ২১,৭৭৮.৬১ পয়েন্ট।
প্রায় সবগুলো আর্ন্তজাতিক শেয়ার বাজারের সূচকই ছিল নিম্নমুখী।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের ইতিবাচক প্রভাব গতকালও অব্যাহত ছিল। বেড়েছে প্রতি ব্যারেলে ০.৩৪ শতাংশ এবং স্বর্ণের দাম কমেছে প্রতি আউন্সে -০.১৫ শতাংশ।
এসএমজে/২৪/ঝি