কথায় আছে কাক নাকি নিজের চোখ লুকিয়ে অন্যের চোখ থেকে আড়ালা হওয়ার চেষ্টা করে। এটি বোকামি হোক আর চালাকি হোক, কাকের মতো আমাদের সমাজে কোনো কোনো মানুষও কাজটি করে থাকেন। তারা মনে করেন তাদের এই কাজ অন্যরা দেখেন না। তারা অনিয়ম বা দুর্নীতি করে এভাবে পার পেয়ে যান। কিন্তু দেশের মানুষ ঠিকই বিষয়টি ধরতে পারেন। তাৎক্ষণিকভাবে হয়তো অনিয়ম করে অনেকে ঠিকই আইনি দুর্বলতা বা ফাকফোকরে পার পেয়ে যান, কিন্তু মানুষ এদেরকে চিনতে সক্ষম হন এবং যখন সুযোগ আসে তখন তারা এর উপযুক্ত জবাব দেন।
বাংলাদেশের পুঁজিবাজারে এক শ্রেণির লোক দুর্নীতি করে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। আমাদের বিশ্বাস, মানুষ এসব দেখতে পান এবং সঠিক সময়ে এর জবাব দেবেন। তবে এটি হয়ে গেল সরল কথা। মানুষ দেখবে আর কবে জবাব দেবে সেই অপেক্ষায় নিশ্চয়ই বসে থাকার সুযোগ নেই। এ জন্য দেশে সরকার রয়েছে এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। তাদেরই হুঁশ হওয়া দরকার এবং বিষয়টি দেখা প্রয়োজন। এটি যখন হয় না, তখনই অনিয়ম দুর্নীতি উৎসাহিত হয়। পুঁজিবাজারে এমন ঘটনাই ঘটছে। যার কারণে নাজুক অবস্থা থেকে উত্তরণ সম্ভব হচ্ছে না।