Stock Market Journal

নতুন সেট ব্রান্ডের ওভেন স্থাপনের করেছে ফার্মা এইডস

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেড নতুন এক সেট ব্রান্ডের ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রিক ওভেন স্থাপনের কাজ সম্পন্ন করেছে। কোম্পানির কারখানায় এই নতুন ওভেন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে গত ২৮ ডিসেম্বর ।

এর আগে গত বছরের ১০ নভেম্বর নতুন ইলেক্ট্রিক ওভেন ফার্মা এইডসের কারখানাতে আসে। নতুন ওভেন স্থাপন করতে কোম্পানিটি ৮৫ লাখ ৮১ হাজার ৬২৫ টাকা বিনিয়োগ করেছে।

কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের (২০২০-২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই ব্যয় ফিক্সড অ্যাসেট হিসাবে উল্লেখ করা হবে।

ফার্মা এইডস গত বছরের ১৫ জুলাই কোম্পানিটির গ্লাস অ্যাম্পুলেস উৎপাদনের জন্য আধুনিক পার্টস এবং আনুসঙ্গিকের সাথে ইলেক্ট্রিক ওভেন আমদানি করার কথা জানিয়েছিল। ইলেক্ট্রিক ওভেন আমদানি করতে কোম্পানির মোট ৮০ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছে।সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি