Stock Market Journal

নতুন কোম্পানিতে বিনিয়োগ ও ফ্লোর কিনবে জিবিবি পাওয়ার

এসএমজে ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি “জিবিবি টি এস্টেট লিমিটেডে” মোট শেয়ারের প্রায় ৪৯ শতাংশ বিনিয়োগ করবে।

জিবিবি পাওয়ার লিমিটেড নতুন এই কোম্পানিটির জন্য পঞ্চগড় সদরে ওমরপুর মৌজায় ১৫০ থেকে ২০০ একর জমি ক্রয় করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ওই জমিতে চা চাষের জন্য পরিকল্পনা করেছে। জিবিবি টি এস্টেটের জন্য কোম্পানিটি আনুমানিক ১৫ কোটি থেকে ২০ কোটি টাকা বিনিয়োগ করবে।

জিবিবি পাওয়ার লিমিটেড আরোও জানায় যে, কোম্পানিটি ৩ হাজার ১৮০ বর্গফুটের বাণিজ্যিক ফ্লোর (বেসমেন্টে কমন এরিয়া এবং ৪টি কার পার্কিং স্পেসসহ) ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি রাজধানীর ধানমন্ডির মমতাজ প্লাজায়, মিরপুর রোডে এই জায়গা ক্রয় করবে। এই জমির রেজিস্ট্রেশন ও অন্যান্য ব্যয় ছাড়া ক্রয় বাবদ ৬ কোটি ৫০ লাখ টাকা খরচ হবে। সূত্রঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসএমজে/২৪/বা