Stock Market Journal

নতুন উচ্চতায় নিতে হবে পুঁজিবাজারকে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মুলধনে রেকর্ড সৃষ্টি হয়েছে। ১৫ জুলাই, ২০২১ তারিখে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২৫ হাজার ২৭১ কোটি ৮২ লাখ টাকায়। যা প্রতিষ্ঠানটির জন্মের পর রেকর্ড সর্বোচ্চ। এরফলে ইতিহাসের নতুন উচ্চতায় পৌঁছাল দেশের পুঁজিবাজার।

শুধু বাজার মূলধন নয় সামগ্রিকভাবেই পুঁজিবাজারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে সংশ্লিষ্ট সকল মহল থেকে। বাজার ব্যবস্থাপনায় আনতে হবে গুণগত পরিবর্তন। যার মধ্য দিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘ আস্থা তৈরি হবে।

বিভিন্ন সময়ের অনাকাঙিক্ষত ঘটনা পুঁজিবাজার সম্পর্কে মানুষের আস্থায় ফাটল ধরিয়েছে। মানুষ বাজার নিয়ে ভয়-আতঙ্কে ছিলেন। আশার কথা হচ্ছে, সেই অবস্থার কিছুটা অবসান হয়েছে। এ কারণে কিছুটা প্রত্যাশা তৈরি হওয়া স্বভাবিক। এখন বাজারে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া জরুরি। বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে পুঁজিবাজারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। আন্তর্জাতিক মানের একটি পুঁজিবাজার গড়ে তুলতে হবে। তা হলে বাজারের সক্ষমতা বৃদ্ধি পাবে। বিনিয়োগের অবারিত দ্বার উন্মোচন হবে। সেই চেষ্টাই করে যেতে হবে সংশ্লিষ্টদের।