এসএমজে ডেস্ক:
শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের পূর্বঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো: জিপিএইচ ইস্পাত, তসরিফা ইন্ডাষ্ট্রিজ, এটলাস বাংলাদেশ, খুলনা পেপার অ্যান্ড প্যাকেজিং এবং রানার অটোমোবাইল। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
আজ ২৩ জানুয়ারি কোম্পানিগুলোর পূর্বঘোষিত নগদ লভ্যাংশ সকল শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
বিস্তারিত ছকে দেওয়া হলো:
কোম্পানির নাম | লভ্যাংশের পরিমাণ |
জিপিএইচ ইস্পাত লিমিটেড | ৫ শতাংশ নগদ |
তসরিফা ইন্ডাষ্ট্রিজ লিমিটেড | ১ শতাংশ নগদ |
এটলাস বাংলাদেশ লিমিটেড | ৫ শতাংশ নগদ |
খুলনা পেপার অ্যান্ড প্যাকেজিং লিমিটেড | ১ শতাংশ নগদ |
রানার অটোমোবাইলস্ লিমিটেড | ১০ শতাংশ নগদ |
এসএমজে/২৪/বা