Stock Market Journal

দড় কমার শীর্ষ দশ কোম্পানি

এসএমজে ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৬ দশমিক ২৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
তথ্যমতে, এদিন কোম্পানিটির ৪ লাখ ৮ হাজার ৯৫০টি শেয়ার ১৪০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩১ লাখ ৮০ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৬৬ শতাংশ। এটি সর্বশেষ ১৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৩ হাজার ১০০টি শেয়ার ১০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪৬ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির ১২ লাখ ৩৬ হাজার ৭৫টি শেয়ার ১ হাজার ৩৯ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ১৭ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ৫ দশমিক ০৩ শতাংশ, তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেডের ৫ দশমিক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেডের ৪ দশমিক ৮৭ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৬৮ শতাংশ, নর্দান জুট মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৫৪ শতাংশ ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৬ শতাংশ শেয়ার দর কমেছে।

এসএমজে/২৪/রা